ব্লক মার্কেটে ৭২ কোটির বেশি লেনদেন

প্রকাশ | ১৬ আগস্ট ২০২২, ১৭:২৬

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে মোট ৪৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৯৬ লাখ ১৪ হাজার ১৬০টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৭২ কোটি ৬৭ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি লিমিটেডের। কোম্পানিটি ১৯ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ফরচুন সুজ ১১ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স লিমিটেড ৬ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

মঙ্গলবার ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে সী পার্ল বীচ ৫ কোটি ৭৯ লাখ টাকা, সোনালী পেপার ৫ কোটি, ব্রাক ব্যাংক ৩ কোটি ১১ লাখ, আইপিডিসি ফিন্যান্স ২ কোটি ৩৪ লাখ ও জিএসপি ফিন্যান্স ২ কোটি টাকার শেয়ার লেনদেন করেছে।

(ঢাকাটাইমস/১৬আগস্ট/এসকেএস)