বেশি দামে ডিম বেচায় জরিমানার মুখে ব্যবসায়ী

প্রকাশ | ১৬ আগস্ট ২০২২, ২২:২৪

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

অনিয়মের কারণে ভোক্তা অধিকারের অভিযানে বিভিন্ন খাদ্য পণ্যের ব্যবসায়ীকে জরিমানার ঘটনা দেখা যায় অহরহ। কিন্তু এবার জরিমানার মুখে পড়েছেন ডিম ব্যবসায়ী।

ফরিদপুরে নিত্য পণ্যের দোকানে অভিযান পরিচালনা করে এক ডিম ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। এ সময় কেনাবেচার ক্ষেত্রে রশিদ ব্যবহার না করায় অর্থদণ্ড করেছে একটি প্রতিষ্ঠানকে।

মঙ্গলবার বিকালে এই অভিযান পরিচালনার নেতৃত্ব দেন সহকারী পরিচালক সোহেল শেখ।

তিনি জানান, এ অভিযানে ডিমের দাম বেশি নেওয়া, ডিমসহ নিত্যপণ্যের মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করা এবং ডিম কেনায় পাইকারি ডিলারদের রশিদ না দেওয়ার অপরাধে ফরিদপুর সদর উপজেলার বাইপাস সড়কে কাজী ফার্মস লিমিটেডকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন বিপণন কর্মকর্তা মো. সাহাদাত হোসেন, সিনিয়র, স্যানিটারি ইন্সপেক্টর মো. বজলুর রশিদ খানসড় জেলা পুলিশের ১টি টিম উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

 

(ঢাকাটাইমস/১৬আগস্ট/এআর)