আজ রাজধানীর কোন এলাকার দোকানপাট মার্কেট বন্ধ?

প্রকাশ | ১৭ আগস্ট ২০২২, ০৯:১৮ | আপডেট: ১৭ আগস্ট ২০২২, ০৯:২২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

কেনাকাটা শুধুই সৌখিন নয়। বেশিরভাগ ক্ষেত্রেই জীবনের অংশ। দৈনন্দিন প্রয়োজনে যেকোনো সময়ে কমবেশি সকলকেই কেনাকাটার জন্য মার্কেটে যেতে হতে পারে। কিন্তু রাজধানীর সব মার্কেট একই দিনে খোলা থাকেনা। নির্দিষ্ট কিছু দিনে কিছু মার্কেট বন্ধ থাকে। সেগুলো জেনে না রাখলে কোনো মার্কেটে গিয়ে বন্ধ পেয়ে আবার অন্য মার্কেটে দৌড়াতে হবে। জেনে নিন আজ কোন কোন এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ।

যেসব এলাকার দোকানপাট বন্ধ:

বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য এবং উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা, সাঁতারকুল, শাহজাদপুর, নিকুঞ্জ-১, ২, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক ও উত্তরা থেকে টঙ্গী সেতু।

যেসব মার্কেট বন্ধ থাকবে:

যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স, মাসকট প্লাজা।

(ঢাকাটাইমস/১৭আগস্ট/এফএ)