ফুলবাড়ীয়ায় বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

প্রকাশ | ১৭ আগস্ট ২০২২, ১৩:৩৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ফুলবাড়ীয়া যথাযোগ্য মর্যাদায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

ফুলবাড়িয়া উপজেলা সদর বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে শাহদাৎবরনকারী সকল শহীদদের আত্মার মাগফিরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘায়ু কামনায় কোরআন খতম,দোয়া মাহফিল ও মুনাজাত করা হয়। 

এরপরে ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগ,ও বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শোক র্র্যালী করা হয়। শোক র্র্যালী দলীয় কার্যালয় থেকে বের হয়ে ফুলবাড়ীয়া বাজার প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে এসে র্র্যালী শেষ হয়।

পরে ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা শেষে অসহায় দুস্ত দিনমজুর মানুষের মাঝে গণভোজ বিতরণ করা। 

স্থানীয় সংসদ সদস্য মুসলেমউদ্দীন এবং উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক সরকারের সার্বিক তত্বাবধানে এই কর্মসূচি পালিত হয়।

এছাড়া জাতীয় শোক দিবস পালনে সার্বিক সহযোগিতা করে ফুলবাড়ীয়া পৌরসভা শাখা আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের  নেতাকর্মী।

(ঢাকাটাইমস/১৭আগস্ট/জেএ/ডিএম)