‘শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি থাকবে না’ তথ্যটি গুজব: মন্ত্রণালয়

প্রকাশ | ১৭ আগস্ট ২০২২, ১৪:৪৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি থাকবে না’ তথ্যটি গুজব বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার এক সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়ে মন্ত্রণালয় জানায়, আগের মতোই ম্যানেজিং কমিটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করবে। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার কোনো সিদ্ধান্ত মন্ত্রণালয় নেয়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি থাকবে না এবং জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব পাচ্ছেন বলে গুজব ছড়ানো হচ্ছে, যা শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এসেছে।

এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য হলো- ম্যানেজিং কমিটি থাকবে না মর্মে প্রচারিত তথ্যটি সঠিক নয়। আগের মতোই শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করবে ম্যানেজিং কমিটি। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করবে- এ সংক্রান্ত কোনো নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া হয়নি। শিক্ষা মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসাদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম মনিটর করার কথা বলা হয়েছে, পূর্বেও জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার তাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই দায়িত্ব পালন করতেন।

(ঢাকাটাইমস/১৭আগস্ট/এমআই/ইএস)