‘খেলা হবে’ স্লোগান দিয়ে ওবায়দুল কাদের বললেন ‘নেতাকর্মী প্রস্তুত’

প্রকাশ | ১৭ আগস্ট ২০২২, ১৮:৪৮ | আপডেট: ১৭ আগস্ট ২০২২, ১৮:৫১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বিএনপির ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ ঠেকাতে ‘খেলা হবে’ আর সেজন্য আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলেছেন ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘‘খেলা হবে, খেলা হবে’। আপনারা প্রস্তুত আছেন? ‘খেলা হবে’। আপনারা প্রস্তুত আছেন তো? বিএনপি কি নিয়ে খেলবে? বিএনপি গতবারের (জাতীয় নির্বাচন) মতো জগাখিচুড়ি হবে। তাদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে।’’

বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে বুধবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন। ২০০৫ সালের দেশজুড়ে নজিরবিহীন হামলার ঘটনায় প্রথমবারের মতো ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

জাতিসংঘ মানবাধিকার প্রধানের কাছে বিএনপি নালিশ করেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘জাতিসংঘ মানবাধিকার প্রধানের কাছে গুম খুন নিয়ে মিথ্যা নালিশ করেছে বিএনপি। এসব মিথ্যা বলে দেশের সুনাম নষ্ট করেছে তারা।’

‘বিএনপির নাম হলো নালিশ পার্টি। তাদের কাজ হলো বিদেশিদের কাছে নালিশ করে দেশের সুনাম ক্ষুণ্ণ করা। ক্ষমতায় যেতে চান সেই ক্ষমতার ময়ূরসিংহাসন কত দূর? বিদেশিদের কাছে নালিশ করে ক্ষমতায় যাওয়ার দিন শেষ হয়েছে বহু আগে।’

বিএনপি ধান ভানে আর শিবের গীত গায় মন্তব্য করে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, ‘যে মানবাধিকারের কাছে নালিশ করেছেন তাদের তো বিচার করার কোনো ক্ষমতা নেই। ফখরুল সাহেবরা রাজনীতি করেন, এসব বিষয়ে জানতে হবে, হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলছেন! আগুন সন্ত্রাস, আর বোমাবাজি করার দিন শেষ। এখন আর সুযোগ পাবেন না। কোন জায়গায় কি বলতে হয় তাও বুঝতে হবে।’

তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ কখনো পাকিস্তান হবে না, শ্রীলঙ্কা হবে না। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের রিজার্ভ এখন ৪২ মিলিয়ন ডলার। আপনারা (বিএনপি) ভাবছেন দেশ শ্রীলঙ্কা হবে, আর সেই সুযোগে ক্ষমতায় আসবেন! দেশের মানুষ তা হতে দেবে না।’

এই বিক্ষোভ মিছিল থেকে নেতাকর্মীদের শপথ নেওয়ার আহবান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশে সন্ত্রাস জঙ্গিবাদের দল হলো বিএনপি। তারা সুযোগ পেলেই আবার আগুন সন্ত্রাস করবে। আগুন সন্ত্রাস জঙ্গিবাদের দলকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। আগামী নির্বাচনে আগুন সন্ত্রাস জঙ্গিবাদকারীদের (বিএনপিকে) কোনো সুযোগ দেওয়া হবে না। তারা ক্ষমতায় এলে দেশকে আবারও জঙ্গিরাষ্ট্রে পরিণত করবে।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সভাপতি শেখ বজলুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ড. আব্দুর রাজ্জাক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, এসএম কামাল হোসেনও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফী প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে অংশ নেয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগ, মৎসজীবী লীগ ও ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা ছাড়াও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ নেতাকর্মীরাও।

বিক্ষোভ সমাবেশ সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ও মহানগর উত্তর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।

(ঢাকাটাইমস/১৭আগস্ট/ডিএম)