সৌদিতে নির্যাতনের শিকার, অবশেষে দেশে ফিরলেন সেই তরুণী

প্রকাশ | ১৭ আগস্ট ২০২২, ২২:১৩

হবিগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

সৌদি আরবে নির্যাতনের শিকার সেই তরুণী শিল্পী আক্তার অবশেষে দেশে ফিরেছেন। তার দেশে ফিরে আসায় আনন্দে আত্মহারা পরিবারের সদস্যরা। মঙ্গলবার রাতে তিনি বাড়ি ফিরেন। বুধবার বিষয়টি নিশ্চিত করেন তার বড়ভাই লিটন মিয়া।

শিল্পী আক্তার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের তৈইগাঁও গ্রামের আব্দুল মজিদের মেয়ে।

শিল্পীর বড় ভাই লিটন মিয়া জানান, আমার বোনকে দেশে আসার কথা বললেই তারা নির্যাতন করত। মারধর করত। ঘরে আটকে রাখত। দেশে ফোনে কথা বলতে দিতো না। এখন আমার বোন ভালো আছে। গত ১৪ আগস্ট তিনি দেশে ফিরে মঙ্গলবার রাতে বাড়ি ফিরেছে।

নির্যাতনের বর্ণনা দিয়ে কান্নাজড়িত কণ্ঠে শিল্পী আক্তার গণমাধ্যমকে জানান, মালিক ও তার পরিবারের সদস্যরা অমানুষিক নির্যাতন করত। খাবার দিতো না। ভুলত্রুটি হলেই লাঠি দিয়ে পেটাত, গালিগালাজ করত। এমনকি মা-বাবার সঙ্গেও যোগাযোগ করতে দিতো না। দেশে ফেরার সময় সব জিনিসপত্র রেখে দিয়েছে তারা।

উল্লেখ্য, সৌদি আরবে মালিক ও তার পরিবারের সদস্যদের নির্যাতনের শিকার হচ্ছেন হবিগঞ্জের চুনারুঘাটের তরুণী শিল্পী আক্তার এমন একটি ভিডিও কয়েকদিন পূর্বে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপর প্রশাসনের কর্মকর্তারা বিভিন্ন দপ্তরে যোগাযোগ শুরু করেন তাকে উদ্ধারের জন্য।

(ঢাকাটাইমস/১৭আগস্ট/এলএ)