গুলিতে মায়ের মৃত্যু, ছেলে অস্ত্রসহ গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো
| আপডেট : ১৮ আগস্ট ২০২২, ১৩:৫৮ | প্রকাশিত : ১৮ আগস্ট ২০২২, ১৩:০৮

চট্টগ্রামের পটিয়ায় গুলিতে জেসমিন আক্তার (৫৫) নামে এক মায়ের মৃত্যুর ঘটনায় তার মেজো ছেলে মাইনুল ইসলামকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। নিহতের বড় মেয়ে শায়লা শারমিনের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করে র‍্যাব। বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বুধবার শায়লা শারমিন নিপা বাদী হয়ে পটিয়া থানায় ভাই মাইনুলকে আসামি করে এ মামলা দায়ের করেন।

গত মঙ্গলবার দুপুরে পটিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নিজ বাড়িতে ছেলের গুলিতে জেসমিন আক্তার নিহত হন। তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রয়াত ভাইস চেয়ারম্যান ও পটিয়া পৌরসভার সাবেক প্রথম মেয়র মুক্তিযোদ্ধা শামসুল আলম মাস্টারের স্ত্রী।

মামলা সূত্রে জানা যায়, সম্পত্তির লোভ থেকে মাইনুল তার মাকে গুলি করেন। মায়ের দিকে তিনি দুবার গুলি ছোড়েন, একটি দেয়ালে অপরটি চোখে লাগলে মা জেসমিন আক্তারের মৃত্যু হয়। এ বছরই তার স্বামী শামসুল আলম মাস্টার মারা যান। তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

(ঢাকাটাইমস/১৮আগস্ট/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :