গুচ্ছ ভর্তি পরীক্ষা: ‘বি’ ইউনিটে সারা দেশে প্রথম দিনাজপুরের দিগন্ত

দিনাজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ আগস্ট ২০২২, ১৫:৩৬ | প্রকাশিত : ১৮ আগস্ট ২০২২, ১৫:০৫

এবারের গুচ্ছভিত্তিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ‘বি’ ইউনিটে সারা দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে দিনাজপুরের দিগন্ত বিশ্বাস। দিনাজপুর জেলার পার্বতীপুরের কৃতী শিক্ষার্থী দিগন্ত খোলাহাটি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছাত্র।

৪৮৩৪ সিটের বিপরীতে পরীক্ষায় অংশ নেয় ৮৫৫১২ শিক্ষার্থী। সর্বোচ্চ ৮২.২৫ পয়েন্ট পেয়ে প্রথম হয় সে। ভর্তির এ গুচ্ছে ২২টি বিশ্ববিদ্যালয় রয়েছে।

দিগন্ত বিশ্বাস জেলার পার্বতীপুরের ল্যাম্ব হাসপাতাল সন্নিকটস্থ রাজাবাসর গ্রামের প্রয়াত মিলন কুমার বিশ্বাসের কনিষ্ঠ ছেলে। মা অর্চনা রানী সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। দিগন্ত ১৪ বছর আগে বাবাকে হারায়। সে ভবিষ্যতে বিসিএস ক্যাডার হতে চায়।

কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য তাকে অভিনন্দন জানিয়েছে এলাকার সংসদ-সদস্য সাবেক মন্ত্রী অ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামাণিক ও সম্পাদক আমজাদ হোসেন।

(ঢাকাটাইমস/১৮আগস্ট/এসএম)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :