নবি-রশিদদের হারিয়ে সিরিজ জিতল আইরিশরা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ আগস্ট ২০২২, ১৬:০০

বেলফাস্টে অনুষ্ঠিত সিরিজ নির্ধারণী ম্যাচে সফররত আফগানিস্তানকে বৃষ্টি আইনে ৭ উইকেটে হারিয়ে ৩-২ ব্যবধানে সিরিজ জিতল স্বাগতিক আয়ারল্যান্ড। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ১৫ ওভারে ৫ উইকেটে ৯৫ রান তুলে আফগানরা। জবাবে ৭ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় আইরিশরা।

ম্যাচের শুরুতে টস হেরে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ডি বালবির্নি। বৃষ্টি বাগড়ার দিনে মাত্র ১৫ ওভার খেলতে পারে সফরকারীরা। ব্যাট করতে নেমে প্রথম চার ওভারেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে দল। ৪ রানে রহমানুল্লাহ জাদরান, ৮ রানে ইব্রাহিম জাদরান ও ১০ রানে আউট হন হজরতউল্লাহ জাজাই।

এরপর উসমান গনি ছাড়া বাট হাতে সুবিধা করতে পারেননি কেউই। ১০ রানে আউট হন দলের অন্যতম সেরা তারকা নাজিবুল্লাহ জাদরান। আর দলনেতা মোহাম্মদ নবি আউট হয়েছেন কোনো রান না করেই। এদিকে ৪০ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন গনি। আজমতউল্লাহ জাজাই অপরাজিত থাকেন ১৫ রানে।

বৃষ্টি বাধায় খেলা অনেক্ষণ বন্ধ থাকে। এরপর খেলা শুরু হলে ৭ ওভারে ৫৬ রানের লক্ষ্য পায় স্বাগতিকরা। ওভার ম্যাচটিতে ওভারপ্রতি ৮ রান তাড়া করতে নেমে পল স্টার্লিং ১০ বলে ১৬, অ্যান্ডি ব্যালবার্নি ৯ বলে ৯, লরকার টাকার ১২ বলে ১৪, হ্যারি ট্যাক্টর ৫ বলে ৯* ও জর্জ ডকরেল ৪ বলে ৭* রান করে। সিরিজে আয়ারল্যান্ডের জেতা তিন ম্যাচেই উইনিং শটটি করেছেন ডকরেল।

(ঢাকাটাইমস/১৮আগস্ট/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :