১৯০ রানের লক্ষ্য পেল ভারত

নবম উইকেটে ৭০ রানের জুটিতে জিম্বাবুয়ের ১৮৯

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ আগস্ট ২০২২, ১৭:১৭ | প্রকাশিত : ১৮ আগস্ট ২০২২, ১৭:১২

হারারে ক্রিকেট ক্লাবে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়া দলের হয়ে নবম উইকেটে ৭০ রানের জুটি গড়েন ব্রাড ইভান্স ও রিচার্ড এনগারাভা। তাতেই সবকটি উইকেট হারিয়ে ১৮৯ রানের পুঁজি পেল স্বাগতিক জিম্বাবুয়ে। ফলে জিততে হলে ভারতকে করতে হবে ১৯০ রান। জয়ের লক্ষ্যে এখন ব্যাট করছে সফরকারীরা।

ম্যাচের শুরুতে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাট করার আমন্ত্রণ জানান ভারতীয় দলনেতা লোকেশ রাহুল্ টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে রোডেশীয়রা। প্রতম চার ব্যাটারের কেউই দশের ঘর স্পর্শ করতে পারেননি। ৪ রানে ইনোসেন্ট কায়া, ৮ রানে মারুমানি, ৫ রানে ম্যাধভের ও ১ রানে শেন উইলিয়ামস আউট হন।

চাপে পড়া দলের হাল ধরার চেষ্টা চালান দলনেতা রেগিস চাকাভা। কিন্তু পাচ্ছিলেন যোগ্য সঙ্গী। ১২ রানে সিকান্দার রাজা ও ১১ রানে রায়ান বার্ল আউট হলে সাজঘরের পথ ধরেন চাকাভাও। তার ব্যাট থেকে এসেছে ৩৫ রান। আর লুক জংওয়ে করেন ১৩ রান।

১১০ রানে ৮ উইকেট হারানো দল সবাইকে চমকে দেয় নবম উইকেট জুটিতে। এ সময় ব্রাড ইভান্স ও রিচার্ড এনগারাভা মিলে গড়েন অবিশ্বাস্য ৭০ রানের জুটি। ৪২ বলে ৩৪ রান করে আউট হন রিচার্ড এনগারাভা। এরপর ভিক্টর নিয়োচি করেন ৮ রান। অন্যদিকে ৩৩ রানে অপরাজিত থাকেন ইভান্স।

ভারতের পক্ষে তিনটি করে উইকট নেন দ্বীপক চাহার, প্রসিদ্ধ কৃষ্ণা ও কুলদ্বীপ যাদব। আর একটি উইকেটের দেখা পান মোহাম্মদ সিরাজ।

(ঢাকাটাইমস/১৮আগস্ট/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :