ঢাকা মেডিকেলে মাদক কারবারির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ আগস্ট ২০২২, ১৮:১০ | প্রকাশিত : ১৮ আগস্ট ২০২২, ১৭:৪৭

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক মাদক কারবারির মৃত্যু হয়েছে। তার নাম সিদ্দিক আহমেদ। তিনি রমনা মডেল থানার একটি মাদক মামলার আসামি ছিলেন।

বৃহস্পতিবার বিকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগের উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ জুয়েল ঢাকাটাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার রাতে সিদ্দিক আহমেদের মৃত্যু হয়।

আব্দুল্লাহ জুয়েল বলেন, বুধবার দুপুরে দিকে রমনা থানার ইস্কাটন গার্ডেন এলাকা থেকে এক হাজার পিস ইয়াবাসহ সিদ্দিক আহমেদকে গ্রেপ্তার করা হয়। এরআগে গত মঙ্গলবার রাতে তার বিরুদ্ধে রমনা মডেল থানায় একটি মামলা করা হয়। ওই মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে বিকালে আদালতে নিয়ে গেলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আরও অসুস্থ হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাত নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, সিদ্দিক সম্ভবত পেটে করে ইয়াবা আনা নেওয়ার কাজ করতেন। এরকারণেই তিনি অসুস্থ হন। আমরা তার কাছ থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করলেও তার পেটে কোন ইয়াবা পাইনি। আমরা যেহেতু তার কাছ থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করেছি তাই তার কোনো রিমান্ডের আবেদনও করি নাই। যখন তিনি আদালতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন, তখনই আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই। তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। ওনারা এলেই তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মৃত সিদ্দিক আহমেদ কক্সবাজারের টেকনাফ থানার হিলা ছয় নম্বর ওয়ার্ডের উলু চামারী গ্রামের মৃত কালা মিয়ার ছেলে।

(ঢাকাটাইমস/১৮ আগস্ট/এএ/ইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

তীব্র তাপপ্রবাহে জনসাধারণের মাঝে পানি, খাবার স্যালাইন বিতরণ বিএনপির

মৃত্যুর মুখ থেকে ফিরেও নেতাকর্মীরা আবার ঘুরে দাঁড়িয়েছে: সালাম

ঢাকা মেডিকেলে এক কারাবন্দিকে মৃত ঘোষণা

ভাষানটেকে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৫, বাকি একজনও আশঙ্কাজনক

মুগদা-মান্ডা সড়কে অভিযান: ব্যক্তিগত সম্পত্তি ভাঙচুর ও মারধরের অভিযোগ  

মোহাম্মদপুরে তিতাসের এমডির বাসার সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীতে থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ

আজ ৩ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর বেশ কিছু এলাকায়

গরমে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতা সৃষ্টির প্রতিশ্রুতি ডিএমপির

স্থপতি ইনস্টিটিউটে মসজিদ স্থাপত্য নিয়ে সেমিনার 

এই বিভাগের সব খবর

শিরোনাম :