বিশ্ববাজারে তেলের দাম নিম্নমুখী

প্রকাশ | ১৮ আগস্ট ২০২২, ১৭:৪৯

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

বৃহস্পতিবার অপরিশোধিত তেলের আন্তর্জাতিক বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুড-এর দাম প্রতি ব্যারেল ৮৯ দশমিক ০৩ ডলার।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এর প্রতিক্রিয়ায় রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞা আরোপসহ নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্ররা। বিশ্বজুড়ে রাতারাতি তেলের স্বাভাবিক সরবরাহে সংকট তৈরি হয়। একারণে তেলের দাম কয়েক গুণ বৃদ্ধি পায়।  

এর আগে গত মার্চ মাসে প্রতি ব্যারেল তেল বিক্রি হয়েছিল ১৩০ ডলারে। একই মাসের ৮ তারিখে প্রতি ব্যারেলের মূল্য ছিল ১৩৯ ডলার। গত ২৭ জুলাইও তেলের দাম ছিল ব্যারেল প্রতি ১০৭ ডলার। যা আজ বৃহস্পতিবার ৮৯ ডলারে বিক্রি হচ্ছে।

(ঢাকাটাইমস/১৮আগস্ট/আরআর)