অস্ট্রিয়া, ইতালি, ফ্রান্সে ঝড়ের তাণ্ডবে তিন শিশুসহ অন্তত ১৩ মৃত্যু

প্রকাশ | ১৯ আগস্ট ২০২২, ১২:৪১ | আপডেট: ১৯ আগস্ট ২০২২, ১২:৪২

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

ইউরোপের অস্ট্রিয়া, ইতালি ও ফ্রান্সের দ্বীপ কর্সিকায় ঝড়ের তাণ্ডবে তিন শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এছাড়া, বহু মানুষ আহত হয়েছে।

বিবিসি জানায়, গত কয়েক সপ্তাহ ধরে ইউরোপের অধিকাংশ অঞ্চলজুড়ে তীব্র দাবদাহ ও প্রচণ্ড খরার পর আকস্মিকভাবে এ ঝড় দেখা যায়।

ইতালি, অস্ট্রিয়া এবং ফ্রান্সের দ্বীপ কর্সিকায় অধিকাংশ মৃত্যু গাছ পড়ে যাওয়ার কারণে হয়েছে।

কর্সিকায় সর্বোচ্চ ২২৪ কিলোমিটার বেড়ে বয়ে যাওয়া দমকা হওয়ায় গাছ উপড়ে পড়ে এবং মোবাইল বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়।

ফ্রান্সের ইনটেরিয়র মন্ত্রী কর্সিকায় দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। তখন ছয়জন নিহত হয়েছিলেন বলে তিনি নিশ্চিত করেছিলেন।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানায়, ঝড়ের বিষয়টি তাদের কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল। আর এ বিষয়ে আগে সতর্কতাও দেওয়া হয়নি।

ঝড়ের কারণে ফ্রান্সের দক্ষিণের কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আর কয়েকটি সড়ক পানিতে প্লাবিত হয়ে গেছে।

(ঢাকাটাইমস/১৯আগস্ট/আরআর)