বাংলাদেশের টি-টোয়েন্টি কনসালট্যান্ট শ্রীরাম

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ আগস্ট ২০২২, ১৫:৪০

ক্রিকেটের ওয়ানডে ফরম্যাটে ভালো পারফরম্যান্স দেখালেও টি-টোয়েন্টিতে এলেই যেন নিষ্প্রভ হয়ে যায় বাংলাদেশ ক্রিকেট দল। তাই এই ফরম্যাটে ভালো করার জন্য এবার কোচিং প্যানেলে চোখ পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি)। সেই সুবাদে এবার ভারতীয় সাবেক ক্রিকেটার শ্রীধরন শ্রীরামকে টি-টোয়েন্টি কনসালট্যান্ট হিসেবে নিয়োগ দিলো বিসিবি।

শ্রীরামকে নিয়োগ দেওয়ার খবরটি দ্রুতই ভাইরাল হলে অনেক ভাবতে থাকে হয়তো এই ভারতীয়কে হেড কোচ রাসেল ডোমিঙ্গোর বদলি হিসেবে আনা হচ্ছে। কিন্তু পরক্ষণে বিষয়টি পরিষ্কার করেন বিসিবি বস নাজমুল হাসান পাপন। টি-টোয়েন্টি কনসালটেন্ট হিসেবে তাকে নিয়োগ দেয়া হয়েছে বলে জানিয়েছেন পাপন।

এ বিষয়ে শুক্রবার পাপন বলেন, 'আমরা একটা শর্টলিস্ট করেছিলাম, সেখানে তার নাম ছিল। এবং তার আমাদের এখানে ২১ আগস্ট দুপুরে আসার কথা। দায়িত্ব ঠিক না, মানে কোচ হিসেবে আসছে না। সে অবশ্যই হেড কোচ হিসেবে আসছে না। সে আসছে টেকনিক্যাল কলসালট্যান্ট হয়ে।'

বিসিবি সভাপতি আরও বলেন, ‘বিভিন্ন বিষয় বিবেচনা করে শ্রীরামকে আনা হয়েছে। তার আইপিএলের সঙ্গে সম্পৃক্ততা আছে। আর আমরাও এমন কাউকেই চাচ্ছিলাম। আবার খেলা যেহেতু অস্ট্রেলিয়ায়, তাই শ্রীরামকে নিয়ে উপহার হবে বলে আশা করছি। কেননা সে অস্ট্রেলিয়ায় অনেকদিন কাজ করেছে।'

(ঢাকাটাইমস/১৯আগস্ট/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :