চীনের বেশ কয়েকটি প্রদেশে জাতীয় খরা সতর্কতা জারি

প্রকাশ | ১৯ আগস্ট ২০২২, ১৬:১৮

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

চীনের দক্ষিণপশ্চিমের সিচুয়ান প্রদেশ থেকে ইয়াংসি নদীর অববাহিকার সাংহাই পর্যন্ত তীব্র গরম অনুভূত হওয়ায় জাতীয় খরা সতর্কতা জারি করেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাতে জাতীয় ‘ইয়েলো অ্যালার্ট’ জারি করে চীন। বেইজিংয়ের স্কেল অনুযায়ী সতর্কতার এ মাত্রা তৃতীয় ধাপের।

দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা শিনহুয়া জানান, মধ্য চীনের ইয়াংশি প্রদেশে ইয়াংসি নদীর গুরুত্বপূর্ণ বন্যা অববাহিকা পোইয়াং হ্রদ খরার কারণে বছরের এই সময়ে স্বাভাবিক আকারের চেয়ে হ্রাস পেয়ে এখন এক চতুর্থাংশ হয়ে গেছে।

বৃহস্পতিবার রাতে চীনের জরুরি মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, শুধু জুলাইয়ে উচ্চ তাপমাত্রার জন্য ৪০ কোটি ডলারের প্রত্যক্ষ অর্থনৈতিক ক্ষতি এবং ৫৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সিসিটিভি জানায়, দক্ষিনপশ্চিমাঞ্চলীয় চংশিংয়ের ৩৪টি কাউন্টিজুড়ে বয়ে যাওয়া ৬৬টির মতো নদী শুকিয়ে গেছে।

চীনের আবহাওয়া ব্যুরোর তথ্য অনুযায়ী, চংশিংয়ের নগর কেন্দ্রের উত্তরের বেইবেই জেলায় বৃহস্পতিবার ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।

শুক্রবার সকালে দেশটির সবচেয়ে উষ্ণতম ১০টি এলাকার মধ্যে ছয়টিই চংশিংয়ে ছিল। অঞ্চলটির বিশান জেলার তাপমাত্রা ইতোমধ্যে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গেছে। আর সাংহাই শহরের তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসে উঠে গেছে।

আগামী ২৬ আগস্ট থেকে গরমের তীব্রতা কমতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিজ্ঞানীরা।

(ঢাকাটাইমস/১৯আগস্ট/আরআর)