লিড নিচ্ছে দক্ষিণ আফ্রিকা

প্রকাশ | ১৯ আগস্ট ২০২২, ১৬:২০

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

লর্ডসে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনশেষে ৭ উইকেটে ২৮৯ রান তুলেছে সফররত দক্ষিণ আফ্রিকা। ফলে লিড পেয়েছে ১২২ রানের। এর আগে নিজেদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১৮৯ রানে গুটিয়ে যায় স্বাগতিক ইংল্যান্ডের ইনিংস।

দ্বিতীয় দিনের প্রথম সেশনে ইংলিশদের দ্রুত অলআউট করার পর প্রথম ইনিংসে ব্যাট করতে নামে প্রোটিয়ারা। দুই ওপেনারের কল্যাণে দুর্দান্ত সূচনা পায় দক্ষিণ আফ্রিকা। ওপেনিং জুটিতে আসে ৮৫ রান। ৩ রানের জন্য অর্ধশতক পূর্ণ হয়নি ওপেনার ডেন এলগারের। ৪৭ রানে আউট হন তিনি।

দ্বিতীয় উইকেটে ব্যাট করতে নামা কেগান পিটারসেনের ব্যাট থেকে এসেছে ২৪ রান। আর এইডেন মার্করাম ১৬ ও রাশি ভ্যান ডার ডুসেন করেন ১৯ রান। অন্যদিকে আপনতালে খেলতে থাকা ওপেনার সারেল আরউই ব্যক্তিগত ইনিংসটি অর্ধশতকে রূপ দেন। আউট হওয়ার আগে করেন ৭৩ রান। আর উইকেটকিপার ব্যাটার কাইল ভেরান্নে করেছেন ১১ রান।

ষষ্ঠ উইকেট জুটিতে কেশব মাহারাজকে সঙ্গে নিয়ে ৭০ রানের জুটি গড়েন পেস বোলিং অলরাউন্ডার মার্কো জানসেন। তাতেই বড় লিডের দিতে এগোতে থাকে দল। ৪৯ বলে ৪১ রান করেছেন মহারাজ। এরপর ক্যাগিসো রাবাদাকে নিয়ে দিনশেষ করেন জানসেন। ৪১ রানে জানসেন ও ৩ রানে রাবাদা অপরাজিত থাকেন।

ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট পেয়েছেন দলনেতা বেন স্টোকস। এছাড়া একটি করে উইকেটের দেখা পেয়েছেন চারজন বোলার।

(ঢাকাটাইমস/১৯আগস্ট/এমএম)