শরীয়তপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সাংবাদিকের জিডি

শরীয়তপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ আগস্ট ২০২২, ১৭:০২

শরীয়তপুরের ডামুড্যার আলোচিত প্রধান শিক্ষক সুজিত কর্মকারের বিরুদ্ধে জিডি করা হয়েছে। শুক্রবার ভুক্তভোগী সাংবাদিক আশিকুর রহমান ডামুড্যা থানায় জিডি করেন।

সম্প্রতি ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও ৭ম শ্রেনীর শিক্ষার্থীর ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

জিডি সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট বিকালে স্থানীয় দুই সাংবাদিক বিষয়টি নিয়ে তথ্য সংগ্রহ করতে ওই স্কুলে যান। স্কুলের প্রধান শিক্ষকের কাছে অডিও ভাইরালের বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের নিউজ না করতে বলেন। তিনি বলেন, আমরা স্কুল ম্যানেজিং কমিটি বসে আগামীকাল বিষয়টা সমাধান করবো।

পরে সেখান থেকে সাংবাদিকরা চলে গেলে রাত ৭টার দিকে প্রধান শিক্ষক সুজিত সাংবাদিক শাহাদাত হোসেনকে কল দিয়ে হত্যার হুমকি ও গালিগালাজ করে ফোনকল কেটে দেন।

এদিকে পরিস্থিতি সামাল দিতে ১৭ আগস্ট অভিযুক্ত কৃষি শিক্ষা (স্কাউট) শিক্ষক রাতী কান্ত মিশ্রীকে সাময়িক বরখাস্থ করে তিন সদস্য বিশিষ্টি কমিটি গঠন করা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গিয়াসউদ্দিন বলেন, শিক্ষক হয়ে মানুষের সঙ্গে এ রকম ভাষায় কথা বলা উচিৎ হয়নি। সাংবাদিকদের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে তার বিরুদ্ধে আমি বিভাগীয় কার্যালয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করবো।

ভুক্তভোগী সাংবাদিক আশিকুর রহমান জানান, আমাকে ও আমার সহকর্মী শাহাদাত হোসেন হিরুকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ডামুড্যা থানায় জিডি করেছি।

ডামুড্যা উপজেলা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম সোহেল বলেন, ডামুড্যা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের ভাষা মনে হলো মাস্তানদের মতো। আমি ডামুড্যা প্রেসক্লাবের পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রশাশনের কাছে ওই শিক্ষকের উপযুক্ত শাস্তি দাবি করছি।

ডামুড্যা থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফ আহম্মেদ বলেন, আশিকুর রহমান থানায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে জিডি করেছেন। আমরা সঠিকভাবে তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিবো।

(ঢাকাটাইমস/১৯আগস্ট/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :