বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে গণ্ডগোল, যুবদল কর্মী ছুরিকাহত

প্রকাশ | ১৯ আগস্ট ২০২২, ২০:৪৯ | আপডেট: ১৯ আগস্ট ২০২২, ২০:৫১

বগুড়া প্রতি‌নি‌ধি, ঢাকাটাইমস

বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় মেফতা আল রশিদ মিলটন নামে এক যুবদল কর্মী ছুরিকাহত হন।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের নবাববাড়ি সড়কে জেলা বিএনপি অফিসের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার জেলা বিএনপি অফিসের সামনে সমাবেশের আয়োজন করা হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাজেদুর রহমান জুয়েলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক রেজাউল করিম বাদশা। সমাবেশ সংক্ষিপ্ত করার উদ্দ্যেশে প্রধান অতিথি ছাড়া আর কাউকে বক্তব্যের সুযোগ দেয়া হয়নি সমাবেশে।

প্রধান অতিথির বক্তব্যের পর সমাবেশের সভাপতি মাজেদুর রহমান জুয়েল সমাপনী বক্তব্য শুরু করেন। ১০ মিনিট বক্তব্য দেয়ার পর মঞ্চে দাঁড়িয়ে থাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সরকার মুকুল পেছন থেকে মাজেদুর রহমান জুয়েলের পিঠে ধাক্কা দিয়ে বক্তব্য সংক্ষিপ্ত করতে বলেন। এ নিয়ে মঞ্চে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় শহর যুবদলের আহবায়ক সদস্য মেফতা আল রশিদ মিলটনকে ছুরিকাঘাত করে প্রতিপক্ষের কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই পক্ষকেই ধাওয়া দিয়ে সরিয়ে দেয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাজেদুর রহমান জুয়েল বলেন, তি‌নি অসুস্থ। হুইলচেয়ারে বসে কর্মসূচিতে অংশগ্রহণ করে‌ছেন। সমাপনী বক্তব্য দেয়ার সময় সরকার মুকুল পেছন থেকে তার পিঠে দুইবার ধাক্কা দেয়। এরপর তি‌নি দ্রুত বক্তব্য শেষ করে বাসায় চলে যান। পরে কি হয়েছে, তি‌নি তা বলতে পারেন না।

বগুড়া সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শাহিনুজ্জামান বলেন, নিজেদের কোন্দলে যুবদল নেতা মিলটন ছুরিকাহত হয়েছেন। এ ঘটনার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

(ঢাকাটাইমস/১৯আগস্ট/এলএ)