২১ আগস্টে আওয়ামী লীগের কর্মসূচি

প্রকাশ | ১৯ আগস্ট ২০২২, ২১:১৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

দেশের ইতিহাসে ২১ আগস্ট একটি নৃশংসতম হত্যাযজ্ঞের ভয়াল দিন। ২০০৪ সালের ২১ আগস্ট ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগের সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী সমাবেশে তৎকালীন রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নারকীয় গ্রেনেড হামলা চালায় জঙ্গিগোষ্ঠী। ভয়াবহ সন্ত্রাসের শিকার হয় আওয়ামী লীগ।

সেদিন বর্বরোচিত গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী আইভি রহমানসহ ২২ জন নেতাকর্মী শাহাদাত বরণ করেন। গ্রেনেডের স্প্লিন্টারের আঘাতে আহত হন পাঁচ শতাধিক নেতাকর্মীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। আহত আওয়ামী লীগ নেতাকর্মী-সমর্থকদের অনেকে এখনও স্প্লিন্টারের দুঃসহ আঘাত নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।

২১ আগস্টের নারকীয় গ্রেনেড হামলা দিবস স্মরণে আওয়ামী লীগ বিভিন্ন  কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে-

২১ আগস্ট রবিবার সকাল ১০ টা ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত বেদীতে শ্রদ্ধা নিবেদন।

সকাল ১০টা ১৫মিনিটে ২১ আগস্টের নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদ ও নিহতদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্বে করবেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এমপি।

(ঢাকাটাইমস/১৯আগস্ট/জাআ)