১৮ ঘন্টা পর লক্ষ্মীপুর-ভোলা নৌপথে ফেরি চলাচল শুরু

প্রকাশ | ২০ আগস্ট ২০২২, ১২:৫৬ | আপডেট: ২০ আগস্ট ২০২২, ১৪:০২

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

বৈরী আবহাওয়ার কারণে ১৮ ঘন্টা বন্ধ থাকার পর লক্ষ্মীপুর-ভোলা নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। শনিবার সকাল ৬টায় মজুচৌধুরীরহাট ফেরিঘাট থেকে ভোলার উদ্দেশে ফেরি ছেড়ে যায়। 

এর আগে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। 

মজুচৌধুরীরহাট ফেরিঘাটের কর্মকর্তা মো. কেরামত উল্যাহ জানান, বৈরী আবহাওয়া ও নদী উত্তাল থাকায় শুক্রবার দুপুরে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করা হয়। পরে আবহাওয়া পরিস্থিতি উন্নতি হওয়ায় শনিবার সকাল থেকে ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়। তবে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়ে পরিবহন চালক ও যাত্রীরা। আশা করছি আবহাওয়া ভালো থাকলে ফেরি চলাচলে কোনো সমস্যা হবে না।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল জানান, এখন আবহাওয়া ভালো থাকায় ঘাটে লঞ্চ ও ফেরি চলাচল শুরু হয়েছে। এছাড়া ঘাটে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।

(ঢাকাটাইমস/২০আগস্ট/এসএম)