নেদারল্যান্ড আ.লীগের জাতীয় শোক দিবস পালন

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ আগস্ট ২০২২, ০০:২৭

নেদারল্যান্ড আওয়ামী লীগের আয়োজনে ডেনহাগ শহরে একটি হল রুমে জাতীয় শোক দিবসে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। নেদারল্যান্ড আওয়ামী লীগের আহ্বায়ক এমদাদ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব মুরাদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা ও দোয়া করা হয়।

সভায় মুঠোফোনে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান সবাইকে জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে প্রবাসে আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

এ সময় আরো বক্তব্য রাখেন, জাকিরুল হক টিপু, জসিম মুন্সী, আলাউদ্দিন মোল্লা, ছাত্রনেতা আরাফাত ও সেলিম।

নেতৃবৃন্দ বক্তব্যের শুরুতেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা ও দুই লক্ষ মা বোনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন।

নেতৃবৃন্দ আরো বলেন, প্রবাসে বিএনপি জামায়াতের সকল প্রকারের অপপ্রচার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় উপস্থিত ছিলেন টুকু খান, আব্দুর রাশিদ খানা রানা, মোহাম্মদ কামাল, মোহাম্মদ হোসেন, উৎপল তালুকদার, রেজাউল মিয়া, সেলিম, ফারদিন খান ও মেহেরিন খান, আব্দুস সালাম, আব্দুল্লাহ আল মামুনসহ আরো অনেকে।

ঢাকাটাইমস.২১আগস্ট.এলএ

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :