বঙ্গোপসাগরে বিকল দুই ট্রলারের ৪৪ জেলেকে উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ আগস্ট ২০২২, ১৭:২০
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ভাসতে থাকা দুটি ট্রলার থেকে গত পাঁচ দিনে ৪৪ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।

রবিবার দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের (ঢাকা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেছেন। উদ্ধারকৃত জেলেরা চট্টগ্রামের বাঁশখালী এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন তিনি।

জানা গেছে, মোংলা বন্দরের আকরাম পয়েন্ট সংলগ্ন বঙ্গোপসাগরের ত্রিকোণা দ্বীপ এলাকায় ঝড়ের কবলে পড়ে বিকল হওয়া ‘এফবি রিভার মেট’থেকে রবিবার ২১ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। অন্যদিকে সাগরের মহিপুর মোহনা থেকে ইঞ্জিন বিকল হলে ‘এফবি মায়ের দোয়া’ট্রলার থেকে আরও ২৩ জেলেকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, ঝড়ের কবলে পড়ে প্রায় পাঁচ দিন ধরে নিয়ন্ত্রণহীনভাবে সমুদ্রে ভাসতে ছিল ট্রলার দুটি। এ সময় ট্রলারের ক্রাংকস্যাফ্ট ও পিস্টন ভেঙে যায়। রবিবার সাগরে ভাসতে থাকা ট্রলার দুটি থেকে ৪৪ জেলেকে জীবিত উদ্ধার করা হয়। তাদের অনেককেই বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :