কিশোরগঞ্জে নারী হেনস্থার প্রতিবাদে মানবন্ধন

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ আগস্ট ২০২২, ২০:২১

কিশোরগঞ্জ ডা. আলেকুন্নেসা যুব নারী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা মির্জা মাহবুবা বেগ মৌসুমীকে হেনস্থার প্রতিবাদে মানববন্ধন করেছেন বিক্ষুব্ধ নারীরা।

রবিবার সকালে জেলা শহরের কালিবাড়ি রোডস্থ শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে আয়োজিত মানববন্ধনের নেতৃত্ব দেন নারী নেত্রী নিপা আক্তার।

কিশোরগঞ্জ নারী হেনস্থাকারী প্রতিরোধ কমিটির সাংগঠনিক সম্পাদক রুমা আক্তারের পরিচালনায় এতে বক্তব্য দেন- নির্যাতিতা নারী মির্জা মাহবুবা বেগ মৌসুমী, সংগঠনের সদস্য মনি আক্তার, ভোরের আলো সাহিত্য আসরের নারীপক্ষের সাবেক সভানেত্রী স্বর্ণা আক্তার, সংগঠনের সদস্য ডলি আক্তার প্রমুখ।

প্রসঙ্গত, ৮ এপ্রিল সীমানার একটি গাছ কাটাকে বাধা দিতে গিয়ে সমাজকর্মী মির্জা মাহবুবা বেগ মৌসুমী সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সার্জারি বিভাগের ডা. গিয়াস উদ্দিন আরিফ সানা কর্তৃক হেনস্থার শিকার হন। তৎসঙ্গে ডা. সানা চাঁদাবাজির তিনটি মামলা দেন।

(ঢাকাটাইমস/২১আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :