গাজীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রকাশ | ২২ আগস্ট ২০২২, ০১:৪৭ | আপডেট: ২২ আগস্ট ২০২২, ০৮:২৮

নগর প্রতিবেদক, গাজীপুর

গাজীপুরের টঙ্গীতে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাত পৌনে ৮টার দিকে আউচপাড়া মেরিট স্কুলের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও এক যুবক আহত হন।

নিহত কাওসার আহমেদ সুমন ওরফে তানন (২৮) টঙ্গীর বড় দেওড়া এলাকার সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল হকের ছেলে। তিনি বড়দেওড়া এলাকায় পাইকারি ডিমের ব্যবসা করতেন।

নিহতের ছোট ভাই ইমন জানায়, রাত পৌনে আটটার দিকে বন্ধুদের সঙ্গে আউচপাড়া মেরিট স্কুলের সামনে আড্ডা দিচ্ছিলেন সুমন। এসময় ২৫-৩০ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা সুমন ও তুহিনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে গেলে স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেয়। চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত তুহিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ) মোহাম্মদ ইলতুৎমিশ জানান, সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে দুর্বৃত্তদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে। তবে কি নিয়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি এখনও জানা যায়নি।

ঢাকাটাইমস/২২আগস্ট/এলএ