প্রতিপক্ষকে ফাঁসাতে দলের সমর্থককে হত্যা, ১২ আসামির যাবজ্জীবন

প্রকাশ | ২২ আগস্ট ২০২২, ১৮:৩৮

শরীয়তপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ দলের সমর্থককে হত্যার ঘটনায় ১২ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন শরীয়তপুর দায়রা ও জজ আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায় আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক শেখ ফজলুর রহমান।

সোমবার বেলা সাড়ে ১২টার দিকে শরীয়তপুর জেলা জজ আদালত এ আদেশ দেন। ঘটনার ৭ বছর পর বিচারিক কার্যক্রম শেষে এ রায় ঘোষণা করলেন আদালত।

২০১৪ সালে শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নের চর খোরাতলা গ্রামে আজিজুল মাদবর ও মালেক ফকির পক্ষের সংঘর্ষে সাহেব আলী ফকির নামের এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় ৩৪ জনকে আসামি করে মামলা দায়ের হয়।

এর কয়েকদিন পরই এলাকায় সামাদ মাদবর নামের আরও একজনকে হত্যা করা হয়। সেই ঘটনায়ও ৪০ জনকে আসামি করে মামলা করা হয়।

পরে মামলাটি জাজিরা থানা থেকে শরীয়তপুর সিআইডির হাতে হস্তান্তর করা হয়। পরে সিআইডি মামলাটিকে তদন্ত করে আজিজুল মাদবরসহ ১২ জন আসামির সংশ্লিষ্টতার প্রমাণ পায়। এ ঘটনায় ওই ১২ জন মিলে পূর্বের মামলার সাক্ষী ও বাদীকে ফাঁসিয়ে দিতে নিজ দলের সমর্থক সামাদ মাদবরকে হত্যা করে। ঘটনার সাত বছর পর সাক্ষী প্রমাণ শেষে সোমবার মামলার রায় ঘোষণা করা হয়।

 

এ রায়ে খুশি ভুক্তভোগী পরিবার ও শরীয়তপুর জজকোর্টের পিপি অ্যাডভোকেট মির্জা হযরত আলী। অ্যাডভোকেট মির্জা হযরত আলী বলেন, ভুক্তভোগী পরিবার বিচার পেয়েছে।

(ঢাকাটাইমস/২২আগস্ট/এআর)