লক্ষ্মীপুরে দুই নারীর হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ আগস্ট ২০২২, ১৯:৫৬

লক্ষ্মীপুরের রায়পুরে গৃহবধূ লায়লা নুর মজুমদার নিপু ও আসমা আক্তার হত্যার রহস্য উদঘাটন করা হয়েছে। এই দুইটি ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার ভোররাতে আসমা আক্তার হত্যার ঘটনায় স্বামী মাসুদ গাজী খোকনকে চট্টগ্রামের বটতলা রেল স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়।

এর আগে লায়লা নুর মজুমদার নিপুকে খুনের পর আবারো ধর্ষণের ঘটনায় তার কথিত প্রেমিক সোহাগকে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

সোহাগ ধর্ষণের পর হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছেন পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান।

সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।

তিনি বলেন, দুইটি হত্যাই আলোচিত ঘটনা। ঘটনার একদিনের মাথায় দুইটি হত্যার রহস্য উদঘাটন করা হয়েছে। এতে অল্প সময়ে এইভাবে হত্যার রহস্য উদঘাটন করা বিরল। দুইটি ঘটনায় পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। এখনও লায়লা নুর মজুমদার নিপুর হত্যার জড়িত রফিককে গ্রেপ্তারের অভিযান চালাচ্ছে। কেউ অপরাধ করে ছাড় পাবে না। অপরাধী যতই বড় হোক না কেন, বিচারের মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দেন পুলিশ সুপার। এটি অব্যাহত রাখার ঘোষণাও দেন তিনি।

(ঢাকাটাইমস/২২আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :