কাজে যোগ দেননি হবিগঞ্জের চা-শ্রমিকরা

প্রকাশ | ২৩ আগস্ট ২০২২, ১৬:৫৮

হবিগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

হবিগঞ্জের ২৩টি চা-বাগানের শ্রমিকরা আজ‌ও কাজে যোগ দেননি।  ৩০০ টাকা মজুরির দাবিতে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন তারা। মঙ্গলবার দুপুরে চান্দপুর চা-বাগান পঞ্চায়েতের সভাপতি সাধন সাঁওতালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাধন রুদ্রের পরিচালনায় কর্মবিরতি নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।

সাধন সাঁওতাল জানান, চা-শ্রমিক ইউনিয়ন ও লস্করপুর ভ্যালির নেতারা তাদেরকে আন্দোলনে নামিয়ে ছিলেন। তারা এখন পর্যন্ত আন্দোলন প্রত্যাহার করেননি। তাই আমরা কর্মবিরতি চালিয়ে যাবো।

মঙ্গলবার চান্দপুর চা বাগান কারখানার সামনে শ্রমিকদের বিক্ষোভ করতে দেখা যায়। ন্যায্য মজুরির দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান। এসময় চা-শ্রমিকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ১৫ দিন ধরে আন্দোলন করছেন, এখন  ইউনিয়ন ও ভ্যালির নেতারা তাদের আন্দোলনে নামিয়ে এখন সটকে গেছেন।

(ঢাকাটাইমস/২৩আগস্ট/এসএম)