বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

প্রকাশ | ২৩ আগস্ট ২০২২, ১৮:৪৯

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস

চুয়াডাঙ্গায় ঘাস নিয়ে বাড়ি ফেরার সময় ট্রেনে কাটা পড়ে কালু হোসেন (৫০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে সদর উপজেলার গাইদঘাট এলাকার ৮০ মাইলের বাক নামক স্থানে অরক্ষিত রেল লাইন পার হতে গেলে এই দুর্ঘটনা ঘটে।

নিহত কালু হোসেন গাইদঘাট গ্রামের মৃত মোজাম মন্ডলের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান।
স্থানীয়দের বরাতে তিনি জানান, বিকালে গাইদঘাট মাঠে ঘাস কাটতে যান কালু হোসেন। বাড়ি ফেরার পথে গাইদঘাট এলাকার ৮০ মাইলের বাক নামক স্থানে অরক্ষিত রেল লাইন হতে গেলে খুলনা থেকে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। পরে অবস্থার অবনতি হলে সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নূর জাহান খাতুন জানান, হাসপাতালে নেওয়ার আগেই মারা যান কালু হোসেন।
ওসি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আপাতত মরদেহ মর্গে রাখা হয়েছে। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকাটাইমস/২৩আগস্ট/এসএ)