লংগদুতে জেএসএস-ইউপিডিএফ সংঘর্ষ, হতাহতের আশঙ্কা

রাঙামাটি প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ আগস্ট ২০২২, ১৪:১০ | প্রকাশিত : ২৪ আগস্ট ২০২২, ১২:১৮
পাহাড়ে আবারো রক্তপাত (ছবি: সংগৃহীত)

রাঙামাটির লংগদু উপজেলায় সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ও প্রসীত খীসার ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন হতাহতের আশঙ্কার কথা জানিয়েছে স্থানীয় সূত্র। মঙ্গলবার রাত ৮টার দিকে লংগদুর ছোট কাট্টলী মোন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সূত্রে জানা যায়, গোলাগুলির ঘটনায় ইউপিডিএফের কয়েকজন কর্মী নিহত হয়েছেন। তবে নিহতের বিষয়টি পুলিশ ও জনপ্রতিনিধি কেউ নিশ্চিত করতে পারেননি।

ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা সংবাদ মাধ্যমকে বলেন, ছোট কাট্টলী এলাকায় ইউপিডিএফ কর্মীদের ওপর জেএসএসের একটি দল হামলা চালিয়েছে। এসময় গুলিতে শ্যামল চাকমা নামের একজন কর্মী নিহত হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য সাধন কুমার চাকমা জানান, রাতে কাট্টলীতে গোলাগুলির ঘটনা ঘটেছে, তবে নিহতের বিষয়টি এখনো জানি না। শুনেছি ইউপিডিএফ এর একজন নিহত হয়েছেন। সেনাবাহিনীর একটি টিম সেখানে যাবে। তারা ঘটনাস্থলে গেলেই বিস্তারিত জানা যাবে।

অপরদিকে এ বিষয়ে তাৎক্ষণিক জেএসএসের কোনো নেতার সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি।

(ঢাকাটাইমস/২৪আগস্ট/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :