প্রশাসনে দুই কর্মকর্তার প্রেষণে নিয়োগ
প্রকাশ | ২৪ আগস্ট ২০২২, ১৭:১১

প্রশাসনে দুজন কর্মকর্তাকে প্রেষণে নিয়োগ দিয়েছে সরকার। এ সংক্রান্তে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখা একটি আলাদা দুইটি প্রজ্ঞাপন জারি করে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার উপসচিব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, যশোর সরকারি মহিলা কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক গীতা রাণী ঘোষকে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের উপপরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দিয়ে তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। আর শেখ হাসিনা স্পেশালাইজড জুট টেক্সটাইল মিলের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালনের জন্য বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সংযুক্ত ড. মো. রফিকুল ইসলামকে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) সচিব হিসেবে প্রেষণে নিয়োগ দিয়ে তার চাকরি ন্যস্ত করা হয়েছে।
(ঢাকাটাইমস/২৪আগস্ট/এএ/কেএম)