বিডার নির্বাহী সদস্য হলেন অভিজিৎ চৌধুরী
প্রকাশ | ২৪ আগস্ট ২০২২, ১৯:১২

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী সদস্য পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন অভিজিৎ চৌধুরী। তিনি এর আগে সরকারের অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করতেন।
বুধবার বিকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মোহা. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী পিআরএল ভোগরত অতিরিক্ত সচিব অভিজিৎ চৌধুরীকে তার অবসর-উত্তর ছুটি তদসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য বিডার নির্বাহী সদস্য পদে চুক্তিভিক্তিক নিয়োগ দেওয়া হলো।
প্রজ্ঞাপনে বলা হয়, এ নিয়োগের শর্তাবলি চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।
(ঢাকাটাইমস/২৪আগস্ট/এএ/কেএম)