বাগেরহাটে বিএনপির বিক্ষোভ সমাবেশ

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ আগস্ট ২০২২, ১৮:০১

জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং ভোলায় দলীয় নেতাদের হত্যার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।

শুক্রবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের পুরাতন বাজার মোড়ে জেলা বিএনপি এ কর্মসূচি পালন করে।

এদিন পুরাতন বাজার মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে একটি সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। এ কর্মসূচিতে বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিকদল, কৃষক দলের কয়েকশ নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার জ্বালানি তেল, নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর অস্বাভাবিকহারে মূল্যবৃদ্ধি করেছে। যা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। সম্প্রতি ভোলাতে দলের দুজন নেতাকে হত্যা করেছে এ সরকার। আগামীতে অবাধ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে দলের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সরকার হঠানোর আন্দোলন জোরদার করারও আহ্বান জানান নেতারা।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, সহ-সভাপতি কামরুল ইসলাম গোরাসহ স্থানীয় নেতারা।

(ঢাকাটাইমস/২৬আগস্ট/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :