নরসিংদীতে পুলিশ-বিএনপি সংঘর্ষ, ৮ গুলিবিদ্ধসহ আহত ২০

প্রকাশ | ২৮ আগস্ট ২০২২, ১৭:৪৪ | আপডেট: ২৮ আগস্ট ২০২২, ১৮:০৩

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী

নরসিংদীতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রায় শতাধিক রাউন্ড গুলিবর্ষণ করে। এতে উভয়পক্ষের ২০ জন আহত হয়েছে। এর মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন ৮ জন।

রবিবার দুপুরে জেলার মনোহরদী হাফিজপুর এলাকায় এ ঘটনা ঘটে।

খুন, গুম ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিসহ ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম ও জেলা ছাত্রদল সভাপতি নূরে আলমের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে বিএনপি।

এই কর্মসূচিকে ঘিরে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলিবর্ষণ করে। এতে ৮জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এছাড়াও এসএসপিসহ ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। চোখে গুলিবিদ্ধ বিএনপির ২ সমর্থককে গুরুতর আহতাবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। অন্যাদের কিশোরগঞ্জের ভাগলপুর শিবপুরসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে বিএনপির স্থানীয় সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুলের অভিযোগ, বিএনপির মিছিলে পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা অতর্কিত হামালা চালায়। এতে তাদের ২৭ নেতাকর্মী গুলিবিদ্ধসহ ৩৮ জন আহত হয়েছেন বলে দাবি করেন।

(ঢাকাটাইমস/২৮আগস্ট/এআর)