শেরপুরে সাত অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

প্রকাশ | ২৯ আগস্ট ২০২২, ২২:২৫

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে সারাদেশের ন্যায় শেরপুরেও অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে মাঠে নেমেছে জেলা স্বাস্থ্য বিভাগ। সোমবার বিকালে ওই অভিযান চালানো হয়।

অভিযানে ৫০টির মধ্যে ৭টি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে বৈধ কাগজপত্র না থাকায় তাৎক্ষণিক বন্ধ ঘোষণা করা হয়।

স্বাস্থ্য বিভাগ জানায়, বন্ধন ডায়াগনস্টিক সেন্টার, আর এইচ ডায়াগনস্টিক সেন্টার, নিউ ইনসাফ ডায়াগনস্টিক সেন্টার, সিদ্দিক ডায়াগনস্টিক সেন্টার, সিরিয়া ডায়াগনস্টিক সেন্টার, সেন্ট্রাল ডায়াগনস্টিক সেন্টার, নিউ লাইফ প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালালে ওই সব প্রতিষ্ঠানের কর্মকর্তারা বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাৎক্ষণিকভাবে তা বন্ধ করা হয়।

সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য বলেন, যারা নূন্যতম কোন অনুমোদনের পরোয়া না করে ব্যবসা করছেন তাদের প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। অনিবন্ধিত সব অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/২৯আগস্ট/এলএ)