ইউপি চেয়ারম্যান জামাইয়ের মামলায় জেল হলো শ্বশুরের, ৩ কোটি টাকা জরিমানা

মেহেরপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ৩০ আগস্ট ২০২২, ২০:১৭ | প্রকাশিত : ৩০ আগস্ট ২০২২, ১৯:০২

মেয়ের জামাইয়ের করা চেক ডিজঅনার মামলায় সাজা হলো শ্বশুরের। মেহেরপুরের আদালত এ রায় দিয়েছেন। রায়ে শ্বশুর আনোয়ারুল ইসলামকে এক বছরের কারাদণ্ড এবং তিন কোটি টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে মেহেরপুর যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালতের বিচারক এইস এম কবির হোসেন এ রায় ঘোষণা করেন। রায়ে আদালত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। সবাই বলাবলি করছেন, এ কেমন জামাতা। শ্বশুরকে জেলে পাঠানোর জন্য মামলা করে দিলেন।

সাজাপ্রাপ্ত আনোয়ারুল ইসলাম মেহেরপুরের গাংনী উপজেলার গাঁড়াবাড়িয়া গ্রামের বাসিন্দা। তার মেয়ের জামাইয়ের নাম মিজানুর রহমান রানা। তিনি গাংনী উপজেলার কাথুলি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। তার বাবার নাম আমিনুল ইসলাম। জানা গেছে, রানা মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক।

জামাই-শ্বশুর একসঙ্গে ব্যবসা করতেন। ব্যবসায়িক লেনদেনের কারণে শ্বশুরের কাছে এক কোটি ৫০ লাখ টাকা পাওনা হয় রানার। পরে পাওনা টাকা পরিশোধের জন্য আনোয়ারুল ইসলাম তার মেয়ের জামাইকে জনতা ব্যাংক লিমিটেড, মেহেরপুর শাখার চলতি হিসাব নং ১৪৬১/৩ একটি চেক দেন।

কিন্তু ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় ডিজঅনার সার্টিফিকেট দেয় ব্যাংক। বিষয়টি তার শ্বশুরকে জানালে তিনি দুঃখ প্রকাশ করে এক সপ্তাহ সময় নেন। কিন্তু পরে টাকা না দিলে জামাই নেগোশিয়্যাবল ইন্সট্রুমেন্ট অ্যাক্ট ১৮৮১ এর ১৩৮(১)(খ) ধারায় মামলাটি করেন। মামলায় তিনজন সাক্ষ্য দেন। অভিযোগ প্রমাণ হওয়ায় মঙ্গলবার শ্বশুরের বিরুদ্ধে রায় দেন আদালত।

মামলার বাদী কাথুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানা বলেন, ‘এ রায়ে আমি সন্তুষ্ট।’

(ঢাকাটাইমস/৩০আগস্ট/এমএম/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :