জাতিসংঘের আইএইএ প্রধানের সঙ্গে জেলেনস্কির বৈঠক

প্রকাশ | ৩১ আগস্ট ২০২২, ১৫:০৬

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থা (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসির সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায়, স্থানীয় সময় মঙ্গলবার কিয়েভে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়।

জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের সুরক্ষা নিশ্চিতের পথ খুঁজে বের করতে গ্রোসি জেলেনস্কির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়।

এক টুইট বার্তায় রাফায়েল গ্রোসি বলেন, আমাদের অবশ্যই ইউক্রেন ও ইউরোপের সবচেয়ে বড় পরমাণু কেন্দ্রের সুরক্ষা নিশ্চিত করতে হবে। পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের কোনো ক্ষয়ক্ষতি হলে পুরো বিশ্ব তার ফলাফল ভোগ করবে।

আর গ্রোসির সঙ্গে বৈঠকে জেলেনস্কি বলেন, রুশ সেনাদের কারণে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে হামলার শঙ্কা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

জাপোরিঝিয়া ইউরোপের অন্যতম বৃহৎ পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। গত মার্চ মাস থেকে এ বিদ্যুৎ কেন্দ্রটির নিয়ন্ত্রণ গ্রহণ করে রাশিয়ার সেনারা। বর্তমানে এর চারপাশে রুশ সেনারা সামরিক ঘাঁটি তৈরি করেছে।

গত সপ্তাহ ধরে ওই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশের এলাকায় সংঘর্ষ হয়েছে।

জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক সম্প্রদায় ওই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের চারপাশে সংঘর্ষ বন্ধের আহ্বান জানিয়েছে।

 (ঢাকাটাইমস/৩১আগস্ট/আরআর)