অতিরিক্ত ডিআইজির পদায়ন

র‌্যাবে ফরিদ উদ্দিন, সিআইডিতে সাহেদ মিয়া ও মোকতার হোসেন

প্রকাশ | ৩১ আগস্ট ২০২২, ১৮:১৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার তিন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস সাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বদলি কর্মকর্তাদের মধ্যে মো. মোকতার হোসেনকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত ডিআইজি, মোহাম্মদ ফরিদ উদ্দিনকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) অধিনায়ক ও মোহাম্মদ সাহেদ মিয়াকে সিআইডির অতিরিক্ত ডিআইজির দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, মো. মোকতার হোসেনকে র‌্যাবের অধিনায়ক এবং ফরিদ উদ্দিনকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে যে আদেশ দেওয়া হয়েছিল তা বাতিল করা হলো।

গত ১৩ জুলাই অতিরিক্ত ডিআইজি (উপ-পুলিশ মহাপরিদর্শক) পদে ১৩৮ জনকে পদোন্নতি দেয় সরকার।

এদিকে বুধবার অতিরিক্ত আইজিপি পদমর্যাদার দুই কর্মকর্তা ও ডিআইজি পদমর্যাদার একজনকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের মধ্যে এন্টিটেররিজম ইউনিটের প্রধান মো. কামরুল আহসানকে পুলিশ সদরদপ্তরে (প্রশাসন), অতিরিক্ত আইজিপি এস এম রুহুল আমিনকে এন্টিটেররিজম ইউনিটে এবং সিআইডির ডিআইজি জামিল আহমেদকে পুলিশ সদরদপ্তরে বদলি করা হয়েছে।

(ঢাকাটাইমস/৩১আগস্ট/এসএস/কেএম)