ডিএমপির ২৬ উপকমিশনারকে একযোগে বদলি

প্রকাশ | ৩১ আগস্ট ২০২২, ১৯:২২ | আপডেট: ৩১ আগস্ট ২০২২, ১৯:৪০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার পদমর্যাদার ২৬ জন কর্মকর্তাকে একযোগে পদায়ন করা হয়েছে। বুধবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে এই পদায়ন করা হয়।

বদলি কর্মকর্তাদের মধ্যে মোস্তাক আহমেদকে ট্রাফিক ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি), নাবিদ কামাল শৈবাল ট্রাফিক উত্তরা বিভাগের ডিসি, মো. জয়নুল আবেদীনকে ট্রাফিক রমনা বিভাগের ডিসি, আব্দুল মোমেনকে ডিএমপির ডিসি (সদরদপ্তর ও প্রশাসন), মো. আবু ইউসুফকে ডিএমপির উপকমিশনার (ডিসি অপারেশসন), মোহাম্মদ মতিয়ার রহমান ডিএমপির পিওএম-দক্ষিণে, মো. আকরামুল হোসেনকে ডিবি উত্তরার ডিসি, মোহাম্মদ নাঈমুল হাছানকে উপকমিশনার (ডিসি) পরিবহন বিভাগে, আল বেলী আফিফাকে উপকমিশনার (ডিসি) ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে, মিশুক চাকমাকে উপকমিশনার (ডিসি) সিটি-স্পেশাল অ্যাকশন গ্রুপ বিভাগে, হুমায়রা পারভীনকে উপকমিশনার (ডিসি) সিটি-অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস বিভাগে, সালমা সৈয়দ পলিকে পিওএম পূর্ব বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। 

এছাড়া উত্তম প্রসাদ পাঠককে সচিবালয় নিরাপত্তা বিভাগে, আবুল হাসনাত খানকে উপকমিশনার (ডিসি) প্লানিং, রিসার্চ অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগে, মোহাম্মদ সালাউদ্দিন শিকদারকে উপকমিশনার (ডিসি) অর্থ বিভাগে, মো. জসীম উদ্দিনকে উপকমিশনার (ডিসি) সিটি-ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগে, মাহমুদুল হাসানকে সিটি-ইন্টেলিজেন্স এ্যানালাইসিস বিভাগে, এস এম নাজমুল হককে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে, শচীন চাকমাকে ডিএমপির ক্রাইম বিভাগের ডিসি, মোহাম্মদ আশরাফুল ইসলামকে ইন্টেলিজেন্স অ্যান্ড এ্যানালাইসিস বিভাগের ডিসি, মোহাম্মদ নাজির আহমেদ খাঁনকে প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে, মোহাম্মদ ইকবাল হোসাইনকে ডিএমপির দক্ষিণ গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগে, মো. হুমায়ন কবীরকে গোয়েন্দা রমনা বিভাগের ডিসি, মো. গোলাম সবুরকে ডিবি তেজগাঁও বিভাগে, তারেক আহমেদকে ডিএমপির প্রটেকশন বিভাগে এবং সোমা হাপাংকে ডিএমপির লজিস্টিক বিভাগের ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন।

(ঢাকাটাইমস/৩১আগস্ট/এসএস/কেএম)