নেত্রকোনায় বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত ৩৫, আটক ১৩

নেত্রকোনা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২২, ১৪:৫০ | প্রকাশিত : ০১ সেপ্টেম্বর ২০২২, ১৩:৫৩

নেত্রকোনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রায় পুলিশের বাধার পর সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে পুলিশসহ বিএনপির ৩৫ নেতাকর্মী আহত হয়েছেন। এসময় বিএনপির ১৩ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

জানা যায়, বৃহস্পতিবার সকালে বিএনপি ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ে আনন্দ মিছিল ও আলোচনা সভার আয়োজন করে। সকাল থেকে বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে জড়ো হতে থাকে। এক পর্যায়ে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশ বিএনপির নেতাকর্মীদের রাস্তা ছেড়ে দলীয় কার্যালয়ে যেতে বলে।

এক পর্যায়ে পুলিশ বিএনপির নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ শুরু করে। এ সময় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট- পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

পরে পুলিশ বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়ে। এসময় পুলিশসহ বিএনপির ৩৫ নেতাকর্মী আহত হন।

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক সাংবাদিকদের জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শান্তিপূর্ণ কর্মসূচি পালনে পুলিশ বিনা উস্কানিতে দলীয় নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ, টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে। এতে ১২ জন রাবার বুলেট বিদ্ধসহ ২৫ নেতাকর্মী আহত হয়েছে। আহতদেরকে স্থানীয় হাসপাতাল ও বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল বলেন, বিএনপির নেতাকর্মীরা রাস্তা বন্ধ করে স্লোগান দিচ্ছিল। রাস্তায় যানবাহন ও পথচারী চলাচলের স্বার্থে তাদেরকে রাস্তা ছেড়ে দিতে বলি। বিএনপির নেতাকর্মীরা রাস্তা না ছাড়ায় লাঠিচার্জ করা হয়। এ সময় বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ছুড়ে। বিএনপির নেতাকর্মীদের ইট-পাটকেলে ১০ থেকে ১২ জন পুলিশ সদস্য আহত হয়েছে।

পরে ঘটনাস্থল থেকে বিএনপির ১৩ নেতাকর্মীকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/০১সেপ্টেম্বর/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

মাগুরায় চোরাই মোটরসাইকেলসহ তিন চোর আটক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু 

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

এই বিভাগের সব খবর

শিরোনাম :