রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আ.লীগ নেতা হাবু হত্যা: ডিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ সেপ্টেম্বর ২০২২, ১৬:২০

রাজনৈতিক দ্বন্দ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যাত্রাবাড়ীতে আওয়ামী লীগ নেতা আবু বক্কর সিদ্দিক হাবুকে হত্যা করা হয়। হত্যা মামলার প্রধান আসামি মুশফিকুর রহমান ফাহিম যাত্রাবাড়ী থানা যুবদলের সহ-সভাপতি বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।

গতকাল বুধবার রাজধানীর শাহবাগ থানাধীন শিক্ষা ভবন ক্রসিং এলাকা থেকে হাবু হত্যা মামলার প্রধান আসামি ফাহিমকে গ্রেপ্তার করেছে‌ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ওয়ারী বিভাগের ডেমরা জোনাল টিম।

বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ।

হারুন অর রশিদ বলেন, গ্রেপ্তার আসামি ফাহিম যাত্রাবাড়ী এলাকায় ফুটপথসহ বিভিন্ন দোকান পাটে চাঁদাবাজি করত। এই চাঁদা তুলা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। পরে ওই দিন হাবুর ওপরে ক্ষিপ্ত হয়ে হামলা করে ফাহিম।

গত ১৬ আগস্ট সন্ধ্যায় ভুক্তভোগী আওয়ামী লীগ নেতা আবু বক্কর সিদ্দিক হাবু যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোড নিরালা হার্ডওয়্যারের সামনে পৌঁছালে গ্রেপ্তার ফাহিমসহ অন্যান্য আসামিরা ছুরি, চাপাতি ও সুইচ গিয়ার চাকু দিয়ে হামলা চালায়। এ সময় হাবুর পেটের ডান পাশে মারাত্মক আঘাত করে পালিয়ে যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় রাজধানীর যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা করে নিহতের পরিবার।

ডিবি প্রধান বলেন, আসামি ফাহিম জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, ভুক্তভোগী আওয়ামী লীগ নেতা আবু বক্কর সিদ্দিক হাবুর সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ চলে আসছিল।

গ্রেপ্তার ফাহিমকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার আদালতে তুলে রিমান্ড আবেদন করা হবে। রিমান্ডে নিয়ে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ।

সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম পুলিশ কমিশনার খোন্দকার নুরুন্নবী, ওয়ারী বিভাগের উপকমিশনার মুহাম্মদ আশরাফ হোসেন অতিরিক্ত উপকমিশনার তরিকুর রহমান ও ডেমরা জোনাল টিমের টিম লিডার অতিরিক্ত উপকমিশনার আজহারুল ইসলাম মুকুল উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০১সেপ্টম্বর/এএইচ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

পুলিশের সোর্স হত্যা: পলাতক দুই আসামি গ্রেপ্তার

ডিজিটাল হুন্ডিতে ৪০০ কোটি টাকা পাচার, চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইউটিউবে জাল টাকা তৈরি শেখা, রাজমিস্ত্রি-জেলেকে নিয়ে গড়ে তোলা হয় চক্র

দুর্নীতি মামলায় মেজর মান্নান কারাগারে

ভুয়া নিয়োগপত্রে কোটি কোটি টাকা আত্মসাৎ

শিশু বিক্রির অর্ডার নিয়ে অপহরণ করতেন তারা

দুর্নীতির অভিযোগে রুয়েটের সাবেক ভিসি ও রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা ​​​​

যাবজ্জীবন সাজা থেকে বাঁচতে ২২ বছর ধরে তরমুজ ও ওষুধ বিক্রেতা, অতঃপর...

বিমানবন্দরে ডলার কারসাজি, ১৯ ব্যাংকারসহ ২১ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ঢাবি ছাত্রলীগ নেতার বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধর করে ছিনতাইয়ের অভিযোগ

এই বিভাগের সব খবর

শিরোনাম :