মূল্য সূচকের উত্থানে সাপ্তাহিক লেনদেন শেষ

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ সেপ্টেম্বর ২০২২, ২০:২৫

দেশের পুঁজিবাজারে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচকের উত্থান ধারায় লেনদেন শেষ হয়েছে। প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসইএক্স সূচক ৬৫০০ পয়েন্ট অতিক্রম করেছে। এদিন আগের দিনের চেয়ে লেনদেন কিছুটা কমলেও অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৫০৮ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া, ডিএসই শরীয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪০৯ পয়েন্টে, ডিএস৩০ সূচক ২২ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩০৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৮১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭২ কোম্পানির। এছাড়া, দরপতন হয়েছে ১৩১ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৭৮ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের।

ডিএসইতে মোট ১ হাজার ৮৮২ কোটি ৩৬ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৫ কোটি ৬৯ লাখ টাকা।

এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৪৭৫ পয়েন্টে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪১ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ১৪৭ পয়েন্টে, সিএসই৩০ সূচক ১২৩ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৮২৯ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ৩১১ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৮ টির, কমেছে ১০৭ টির এবং অপরিবর্তিত আছে ৪৬টির। দিন শেষে সিএসইতে ৬৫ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

(ঢাকাটাইমস/১সেপ্টেম্বর/এসকেএস)

সংবাদটি শেয়ার করুন

পুঁজিবাজার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা