পঞ্চগড়ে ১৫-৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ সেপ্টেম্বর ২০২২, ২০:৩৫

পঞ্চগড়ে টিসিবি ও খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় এক লাখ ২০ হাজার ৭৮ জনের মধ্যে খাদ্য বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে স্থানীয় সরকারি স্টেডিয়ামের সামনে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম এ কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, জেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল হক পৌরসভা মেয়র জাকিয়া খাতুনসহ জনপ্রতিনিধি, খাদ্য বিভাগ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই কর্মসূচির আওতায় জেলার তিনটি পৌরসভা এবং আটোয়ারী ও তেতুঁলিয়া উপজেলা সদরে ৩০ টাকা কেজি দরে পরিবার প্রতি মাসে দুইবার ১০ কেজি চাল কিনতে পারবেন। এদের মধ্যে ৬৯ হাজার ৭৫ জন টিসিবি কার্ডধারী ডাল ও তেলের সাথে ১৫ টাকা কেজিতে চাল কিনতে পারবেন। এছাড়া খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫১ হাজার তিনজন নিবন্ধিত ভোক্তা ১৫ টাকা কেজি দরে মাসে একবার ৩০ কেজি করে তিন মাস চাল কিনতে পারবেন।

(ঢাকাটাইমস/০১সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :