মানিকগঞ্জে আড়াই হাজার বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০২২, ১৭:০৮

মানিকগঞ্জে পুলিশ-বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় ৩৩ জনের নাম উল্লেখ করে আড়াই হাজার বিএনপি নেতাকর্মীর নামে মামলা করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে মানিকগঞ্জ সদর থানার এসআই আব্দুল লিটন বাদী হয়ে মামলাটি করেন।

সদর থানার ওসি আব্দুর রউফ সরকার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এজাহার সূত্রে জানা গেছে, জেলা শহরের সেওতা এলাকার শহীদ তজু সড়কে যান চলাচল বন্ধ রেখে সরকার ও রাষ্ট্রবিরোধী স্লোগান দিতে থাকে তারা। রাস্তা বন্ধ না করে যান চলাচল স্বাভাবিক রাখার অনুরোধ করলেও তারা রাস্তার ওপর অবস্থান নেন। এক পর্যায়ে তারা পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে লিপ্ত হয়। এক পর্যায়ে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে সদর থানার ওসি ও কনস্টেবলসহ ৭ পুলিশ সদস্য আহত হন।

ওসি আব্দুর রউফ সরকার জানান, বৃহস্পতিবার ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে পুলিশের বাধায় পুলিশ এবং বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে বিএনপির শতাধিক নেতাকর্মী এবং থানার ওসি আব্দুর রউফ সরকার, কনস্টেবল শাহীনসহ ৭ জন পুলিশ সদস্য আহত হন।

(ঢাকাটাইমস/০২সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :