‘শিল্পকলা হচ্ছে সত্য অনুসন্ধানের সাহসী উচ্চারণ’

ঢাকাটাইমস ডেস্ক
| আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ১৪:২৭ | প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর ২০২২, ১৪:২৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেন, ‘বিজ্ঞান যদি হয় সত্য উদঘাটন, তাহলে শিল্পকলা হচ্ছে সত্য অনুসন্ধানের সাহসী উচ্চারণ। মানুষের ক্ষুধা নিবারণের আদিম যে স্বভাব, সেটি তার চাহিদা বটে। কিন্তু তার গভীরতম চিন্তা বা চাহিদা হলো শিল্প, সাহিত্য, সৃজনশীলতা, কৃষ্টি ও সংস্কৃতি। সমাজকে যদি প্রকৃত অর্থে গড়ে তুলতে হয় তাহলে বিজ্ঞান-ভাবনার পাশাপাশি শিল্পকলার প্রতি গভীর মনোযোগ দেয়া আবশ্যক। এটাই মানবিক সত্তার বিকাশ ঘটায়।’

শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডল মিলনায়তনে ‘করুণা ও ভীতির গল্প’ ভিত্তিক নাটক প্রদর্শন অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য।

উপাচার্য ড. মশিউর রহমান আরও বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয় স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসও যেমন অবশ্য পাঠ্য করেছে ভবিষ্যতে পারফরমিং আর্টস নিয়ে আরও সুনির্দিষ্ট কাজ করার পরিকল্পনা রয়েছে এই বিশ্ববিদ্যালয়ের।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান মো. আশিকুর রহমান লিয়নের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ড. ইসরাফিল শাহীন ও রহমত আলী।

নাটকের নির্দেশনায় ছিলেন ড. আহমেদুল কবির।

(ঢাকাটাইমস/৩সেপ্টেম্বর/এসএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :