হাতিয়ায় ১২০০ লিটার তেল জব্দ

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ১৪:২৩ | প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর ২০২২, ১৩:১৩

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নলচিরা ঘাটে অভিযান চালিয়ে সরকারের কর ফাঁকি দিয়ে বিভিন্ন জাহাজ থেকে অবৈধভাবে আসা ১২০০ লিটার তেল জব্দ করেছে কোস্টগার্ড।

জব্দকৃত তেলের মধ্যে ৮০০ লিটার ডিজেল ও ৪০০ লিটার পামওয়েল রয়েছে। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

রবিবার ভোর ৬টার দিকে নলচিরা ঘাটের একটি ট্রলার থেকে ঘাটে নামানোর সময় চোরাই পথে আসা এ তেলগুলো জব্দ করা হয়।

কোস্টগার্ড জানায়, অবৈধভাবে ডিজেল ও পামওয়েল পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ভোরে নলচিরা ঘাট এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড দক্ষিণ জোনের বিসিজি স্টেশন হাতিয়ার একটি দল। এসময় চেয়ারম্যানঘাট থেকে ছেড়ে আসা একটি ট্রলার থেকে নলচিরা ঘাটে নামানোর সময় ৮০০ লিটার চোরাই ডিজেল ও ৪০০ লিটার চোরাই পামওয়েল জব্দ করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে ট্রলারসহ পালিয়ে যায় অবৈধ তেল ব্যবসায়ী। জব্দকৃত তেলগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. (বিএন) কে এম শফিউল কিঞ্জল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কোস্টাল জাহাজ থেকে এ তেলগুলো সরকারের কর ফাঁকি দিয়ে এ ব্যবসায়ীরা হাতিয়া নিয়ে আসে। চোরাই তেল ব্যবসায়ীকে গ্রেপ্তারে অভিযান চলছে।

(ঢাকাটাইমস/৪সেপ্টেম্বর/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :