সোমালিয়ায় আল-শাবাব জঙ্গিগোষ্ঠীর হামলায় নিহত অন্তত ১৯

প্রকাশ | ০৪ সেপ্টেম্বর ২০২২, ১৪:২৪

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

আফ্রিকার দেশ সোমালিয়ার মধ্যাঞ্চলে আল-শাবাব জঙ্গিগোষ্ঠীর হামলায় অন্তত ১৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

আল-জাজিরা জানায়, শুক্রবার রাতে জঙ্গিগোষ্ঠীটি আধা-স্বায়ত্তশাসিত হিরশাবেল রাজের হিরান এলাকায় আল-শাবাবের সদস্যরা হামলা চালায়।

নিহত নাগরিকরা খাদ্য সহায়তা নিয়ে বালাদোয়েইনে শহর থেকে মাহাস শহরে যাচ্ছিল।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সোনার প্রতিদেনে বলা হয়, আল-শাবাবের যোদ্ধারা ওই ট্রাকগুলোতে আগুন ধরিয়ে দেয় এবং ‘যানগুলোতে থাকা অধিকাংশ বেসামরিককেই হত্যা করে’।

প্যারিসভিত্তিক একটি বার্তা সংস্থাকে স্থানীয় একটি গোত্রের বয়োজ্যেষ্ঠ আব্দুলাহি হারেদ বলেছেন, ‘‘জঙ্গিরা গত রাতে ভ্রমণরত নিরপরাধ বেসামরিকদের ওপর হত্যাযজ্ঞ চালিয়েছে। হতাহতের সঠিক সংখ্যা বলতে পারছি না, এখন পর্যন্ত ১৯টি মৃতদেহ পাওয়া গেছে।’’

হিরান অঞ্চলের গভর্নর আলি জেইতি বলেন, ‘‘মৃতদেহ এখনও পাওয়া যাচ্ছে; মৃতদের মধ্যে শিশু-নারীরাও আছে। এই সংখ্যা ২০ ছাড়িয়ে যেতে পারে।’’

এ হামলার দায় স্বীকার করেছে আল-শাবাব। এক বিবৃতিতে তারা জানায়, তাদের হামলার লক্ষ্য ছিল স্থানীয় একটি উপদলের যোদ্ধারা, যারা সম্প্রতি সরকারি বাহিনীকে সাহায্য করছে।

গত মাসে জঙ্গিগোষ্ঠীটির সদস্যরা রাজধানীর মোগাদিশুর হায়াত হোটেলে প্রবেশ করে ২০ জনের বেশি মানুষকে হত্যা করে।

(ঢাকাটাইমস/৪সেপ্টেম্বর/আরআর)