ক্লিনিকের ফ্রিজে মাছ-মাংস, ৫০ হাজার টাকা জরিমানা

মনিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ১৬:৪৩ | প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর ২০২২, ১৬:১৯

মানিকগঞ্জের সিংগাইরে মেয়াদ উত্তীর্ণ রি–এজেন্ট, প্রেগনেন্সি টেস্ট কিট ও ফ্রিজে ওষুধের সঙ্গে মাছ-মাংস রাখায় দুটি ক্লিনিকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় ক্লিনিক দুটিকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার দুপুরে উপজেলার সাহরাইল বাজারে এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

এসময় ভোক্তার সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, সোমবার সিংগাইর উপজেলার সাহরাইল বাজারে অভিযান চালানো হয়। এসময় মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট, প্রেগনেন্সি টেস্ট কিট ও ফ্রিজে ওষুধের সঙ্গে মাছ-মাংস রাখার দায়ে সাহরাইল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারকে ৩৫ হাজার টাকা ও ইব্রাহিম মেমোরিয়াল হাসপাতালকে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এছাড়া এ দিনের অভিযানে সার ব্যবসায়ীদের অতিরিক্ত মূল্যে সার বিক্রি না করতে এবং সার ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ করতে নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানে সিংগাইর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

(ঢাকাটাইমস/০৫সেপ্টেম্বর/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :