যে কারণে শেখ হাসিনাকে প্রটোকল ভেঙে অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী

প্রকাশ | ০৫ সেপ্টেম্বর ২০২২, ২১:৩০

মোহাম্মাদ এ আরাফাত

এটাই ভারতের প্রটোকল। পৃথিবীর সকল দেশের সরকার ও রাষ্ট্র প্রধানদের এভাবেই বিমানবন্দরে অভ্যর্থনা জানানো হয় ভারতে। ফ্রান্স, কানাডা, যুক্তরাজ্য, রাশিয়া, চীন, জাপান -সকল দেশের ক্ষেত্রেই ওদের প্রটোকল একই রকম।

 

ভারতের প্রধানমন্ত্রী বরং প্রটোকল ভেঙ্গে তিন বার বিমানবন্দরে গিয়ে কোনো সরকার প্রধানকে বিমানবন্দরে অভ্যর্থনা জানিয়েছিলেন। এরমধ্যে আছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি বারাক ওবামা, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

শেখ হাসিনা বরং ৩ জন বিশ্ব নেতার একজন যাঁকে ২০১৭ সালের এপ্রিলে প্রটোকল ভেঙে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিমানবন্দরেই উপস্থিত হয়ে অভ্যর্থনা জানিয়েছিলেন।

 

আমাদের দেশের প্রটোকল ভিন্ন। ভুটানের প্রধানমন্ত্রীকেও আমাদের প্রধানমন্ত্রী বিমানবন্দরে স্বাগত জানায়। 

লেখক: চেয়ারম্যান, সুচিন্তা ফাউন্ডেশন