পঞ্চগড়ে পানিতে ডুবে দুই নারীর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর ২০২২, ২২:৩৫

পঞ্চগড়ে বাড়ির পাশের খালে জমে থাকা পানিতে ডুবে তামিলা বেওয়া (৭৫) নামে এক বৃদ্ধা এবং বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে লুৎফা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার সকালে পঞ্চগড় পৌরসভার ডোকরোপাড়া ও দুপুরের পর উপজেলা সদরের হাড়িভাসা ঝুলিপাড়া গ্রামে পৃথক দুটি ঘটনা ঘটে।

নিহত তামিলা বেওয়া পঞ্চগড় ডোকরোপাড়া এলাকার শনিবুল্লাহর স্ত্রী এবং লুৎফা বেগম হাড়িভাসা ইউনিয়নের ঝুলিপাড়ার নওফেল আলীর মেয়ে।

লুৎফা বেগম মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে তার পরিবার জানিয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার বৃদ্ধা তামিলা বেওয়া বাড়ির পাশের একটি দোকানে যেতে বাড়ি থেকে বের হন। এ সময় পাশের খালে জমে থাকা হাটু পরিমাণ পানিতে পা পিছলে পড়ে গিয়ে অচেতন হয়ে যান। স্থানীয় একটি শিশুর চিৎকারে পরিবারের লোকজন বৃদ্ধাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে দুপুরে মৃগী রোগী লুৎফা বেগমকে খুঁজে পাচ্ছিল না তার পরিবারের । খোঁজাখুঁজির পর স্থানীয়দের সন্দেহ হলে বাড়ির পাশের পুকুরে নেমে খুঁজতে থাকেন প্রতিবেশীরা। এ সময় পুকরের পানি নিচে ওই নারীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বলেন, পানিতে পড়ে দুই নারীর মৃত্যুর ঘটনায় সদর থানায় দুইটি অপমৃত্যু মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/০৫সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :